শিলিগুড়ি তে যেহারে করোনার বহর বাড়ছে তাতে যেমন চিন্তা বাড়ছে স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের তেমনি সেফহাউস ,সারি হাসপাতাল তৈরিতে বাঁধার সম্মুখীন হতে হচ্ছে প্রশাসনকে।কিছুদিন আগে দার্জিলিং জেলাশাসক এস সহায় ঘোষণা করেন যে শিলিগুড়িতে ১০০ শয্যা বিশিষ্ট অস্থায়ী সেফ হাউস তৈরি করা হবে শিলিগুড়িতে।এর জন্য জায়গা নির্বাচন হয় শিলিগুড়ির নেতাজি ইন্ডোর স্টেডিয়াম।কিন্তু সেফ হাউস তৈরির প্রতিবাদে বিক্ষোভ দেখায় স্থানীয় লোকজন।লোকজনের দাবি ঘন জনবসতির মধ্যে তারা সেফহাউস তৈরি করতে দেবেন না।ঘটনায় বিরক্ত অশোক বাবু ও গৌতম বাবু।এভাবে একের পর এক করোনা রোগীদের জন্য হাসপাতাল তৈরিতে বাধা দিলে রোগীদের চিকিৎসা হবে কোথায়? এ ব্যাপারে শিলিগুড়ি বাসিকে আরো মানবিক ও সংযম হতে বলেছেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। সদ্য করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠা অশোক বাবুও চান শিলিগুড়িতে সেফ হাউস তৈরি হোক।তাতে হাসপাতালগুলিতে আরো কিছু বেড বাড়বে করোনা আক্রান্তের চিকিৎসায়