সূর্যের ঘনিষ্ঠ হবে সোলার অরবিটার

বৃহস্পতিবার, ১৬ জুলাই তৈরি হবে ইতিহাস। কাউন্টডাউন শুরু করে দিয়েছে নাসা ও ইএসএ। সৌর অভিসারে যাচ্ছে সোলার অরবিটার। এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে বিশ্ব। ইতিহাস গড়ার পথে নাসা ও ইএসএ (ইউরোপীয়ান স্পেস এজেন্সি)।

এতদিন সূর্যের পাড়াতেই ছিল তার বাস। সেই ফেব্রুয়ারি থেকে। তবে সৌরমুলুকের কর্তার মুখোমুখি হওয়ার সুযোগ পায়নি। সেই মাহেন্দ্রক্ষণ আসতে চলেছে। সূর্যের একেবারে কাছাকাছি চলে যাবে সোলার অরবিটার। কোল ঘেঁষে বসে ছবি তুলে পাঠাবে পৃথিবীতে। সূর্য থেকে তার দূরত্ব হবে সাড়ে সাত কোটি কিলোমিটারের কিছু বেশি। সেই দুঃসাহসিক অভিযানের পথেই পা বাড়িয়েছে নাসা ও ইএসএ।