প্রথম থেকে সুশান্তের মৃত্যু আত্মহত্যা না খুন, তা নিয়ে বিতর্কের শেষ নেই। সুশান্ত কাণ্ডে ক্রমশ যেন রহস্য ঘনীভূত হচ্ছে। এক মাসের বেশি সময় ধরে অনেক টানাপোড়েনের পর, প্রয়াত অভিনেতার বাবার সম্মতিতে এবং বিহার সরকারের করা সিবিআই তদন্তের সুপারিশ মেনে নেয় কেন্দ্র সরকার। এরপরই সুশান্তের মৃত্যু তদন্তভার নেয় সিবিআই। এফআইআরও প্রস্তুত হয়ে গেছে বলে সূত্রের খবর। কে কে সিং-এর সেই এফআইআর-এর ভিত্তিতেই নতুন করে মামলা দায়ের করেছে সিবিআই, রিয়া সহ ছয় জনের বিরুদ্ধে।
সুশান্তের বাবার এফআইআর-এর পর কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এর মধ্যে সাম্প্রতিকতম তথ্য হল, সুশান্তের মৃত্যুর পরও তাঁর ব্যক্তিগত ইমেল ব্যবহার করেন রিয়া চক্রবর্তী। শুধু তাই নয়, রিয়া সুশান্তের মেল আইডি’র পাসওয়ার্ডও পরিবর্তনও করেছিলেন। যাতে কেউ তা আর খুলতে না পারেন। সুশান্ত শেষদিকে কাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, তা খুঁটিয়ে দেখেন রিয়া। সুশান্ত কোথায় কী মেল করেছেন, তাও দেখেন। ডিলিট করেন গুরুত্বপূর্ণ কিছু ইমেল।