সুশান্তের দিদির বিরুদ্ধে বান্দ্রা থানায় অভিযোগ দায়ের রিয়ার

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দুই দিদি মিতু সিং, দিদি প্রিয়াঙ্কা সিং এবং দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালের চিকিৎসক ডক্টর তরুণ কুমারের বিরুদ্ধে গতকাল গুরুতর অভিযোগ এনেছিলেন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী। রিয়ার অভিযোগ, নকল প্রেসক্রিপশন বানিয়ে ভাইকে ভুল ওষুধ খাওয়ার পরামর্শ দিয়েছিলেন প্রিয়াঙ্কা। ওষুধ খাওয়ার দিন পাঁচেকের মধ্যেই মারা যান সুশান্ত।

অভিযোগে রিয়া বলেছিলেন, “মৃত্যুর আগে গত ৮ জুন মুম্বইয়ে ছিলেন সুশান্ত। অথচ অভিনেতার দিদি প্রিয়াঙ্কা সিংয়ের দেওয়া প্রেসিক্রিপশন অনুযায়ী ওই একই দিনে সুশান্তকে দিল্লির একটি হাসপাতালের আউটডোর রোগী হিসেবে দেখানো হয়েছে। এটা দেখেই সন্দেহ হয় যে এই প্রেসক্রিপশন একেবারেই ভুয়ো।” মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশে এই তদন্তের ভারও সিবিআইয়ের হাতেই দেওয়া হয়েছে। গোটা বিষয়টা তারাই খতিয়ে দেখবে।