সুশান্তের ডিপ্রেশন নিয়ে মিথ্যা দাবি রিয়ার

রিয়া চক্রবর্তী সম্প্রতি তাঁর সাক্ষাত্কারে দাবি করেন সুশান্ত সিং রাজপুত নাকি হরিশ শেট্টি নামের চিকিত্সকের কথা। মানসিকভাবে অবসাদগ্রস্ত হওয়ার কারণে নাকি এই চিকিত্সকের পরামর্শ নিয়েছিলেন সুশান্ত, তাও ২০১৩ সালে। ২০১৩ সাল থেকেই অবসাদে ভুগছিলেন। তবে সেই চিকিত্সক জানিয়েছেন মানসিক অবসাদ নয় ইনসোমনিয়ার কারণে সুশান্ত তাঁর কাছে পরামর্শ নিতে এসেছিলেন এবং অভিনেতার মধ্যে অন্য কোনওরকম অস্বাভাবিকতা নজরে আসেনি তাঁর। 

পুলিশকে ওই মনোবিদ জানান, ‘আমার অন্ধেরির ক্লিনিকে সুশান্তে একবার এসেছিলেন ২০১৪ সালে। কোনওরকম অ্যাপয়েনমেন্ট না নিয়েই হাজির হয়েছিলেন অভিনেতা। সুশান্ত আমাকে বলেছিল ওর রাতে ঘুম হচ্ছে না এবং ইনসোমনিয়ার শিকার সে। আমি ওকে বিস্তারিতভাবে পরীক্ষা করে কোনওরকম মারাত্মক কোনও সমস্যা খুঁজে পাইনি। আমি ওকে কিছু ওষুধ দিয়েছিলাম এবং ভবিষ্যতে আসার জন্য একটা তারিখও বলেছিলাম’। 

ইনসোমনিয়া, অর্থাত্ ঘুমের সমস্যার শিকার ছিলেন সুশান্ত, এ কথা অজানা নয় তাঁর অনুরাগীদের। নিজের প্রায় সমস্ত সাক্ষাত্কারেই নিজের মুখে সুশান্ত জানাতেন রাতে দু-ঘন্টার বেশি ঘুম হয় না তাঁর।