সুইগি তাদের সংস্থার ১,১০০ কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে।

করোনা ভাইরাসকে রুখতে চতুর্থ পর্যায়েও জারি লকডাউন, তবে টানা লকডাউনের জেরে দেশের ব্যবসা বাণিজ্যের অবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে। কোভিড- ১৯ পরিস্থিতিতে ব্যবসায় বিরাট ক্ষতির মুখ দেখেছে খাবার সরবরাহকারী সংস্থা সুইগিও। ফলে এবার ব্যয় সঙ্কোচনের পথে হাঁটছে ওই সংস্থা। সোমবার সুইগির তরফে জানানো হয় যে, আগামী কয়েক দিনের মধ্যেই ১,১০০ জন কর্মচারীকে ছাঁটাই করতে চলেছে তারা। সুইগির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান কার্যনির্বাহী আধিকারিক শ্রীহর্ষা মাজেতি আজ (১৮ মে) কোম্পানির কর্মীদের উদ্দেশ্যে একটি ইমেল করেন। সেখানে তিনি সাফ জানান, “সুইগির জন্যে আজকের দিনটি সবচেয়ে দুঃখজনক একটি দিন। দুর্ভাগ্যক্রমে আমাদের কয়েক হাজার কর্মচারীকে আগামী কয়েক দিনের মধ্যেই শহর ও প্রধান কার্যালয় থেকে ছাঁটাই করতে হবে”। এর আগে আরেক খাদ্য সরবরাহকারী সংস্থা জোমাটোও জানায় যে তারা প্রায় ১৩ শতাংশ কর্মী সঙ্কোচন করতে বাধ্য হচ্ছে। ওই ঘোষণার কিছুদিনের মধ্যে এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটলো সুইগিও।