অনেকটাই কমে গেল ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সিলেবাস। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন ৩০-৩৫ সিলেবাস শতাংশ হ্রাস করা হয়েছে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্তে উপনীত হয়েছে রাজ্য। পড়াশোনার ভার খানিকটা লাঘবের জন্যই এই সিদ্ধান্ত। আগামী বছর যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে তাদের টেস্ট পরীক্ষা হবে না বলে আগেই ঘোষণা করেছে রাজ্য সরকার।