কাজের সুনিশ্চিতিকরণ, বেতন বৃদ্ধি, এবং স্থায়িকরণ সহ একাধিক দাবি নিয়ে উত্তরকন্যা অভিযানে নামল রাজ্যের সমস্ত সিভিল ডিফেন্সের কর্মীরা। জানা গেছে এদিন উত্তরবঙ্গের সমস্ত সিভিল ডিফেন্সের প্রায় তিনশো কর্মী উত্তরকন্যা অভিযানে নামে। সূত্রের খবর তারা তাদের দাবি নিয়ে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও ,দাবিপূরন না হওয়ায় আজ উত্তরকন্যা অভিযানে নামে তারা। এদিননৌকাঘাট মোড় থেকে এই অভিযান শুরু হয়ে উত্তরকন্যা যাওয়ার কথা ছিল তাদের। কিন্তু উত্তরকন্যার আগেই পুলিশ এই মিছিলকে আটকে দেয় বলে দাবি সিভিল ভলান্টিয়ারদের।
একসময় মিছিলটি আটকে দিলে রাস্তায় বসে পরে বিক্ষোভ দেখান তারা। এদিন সিভিল ডিফেন্সের প্রতিনিধি জয়গোপাল জানিয়েছেন সমস্ত বিপর্যয় মোকাবিলার সমস্ত কাজে তারা দায়িত্ব নিয়ে করলেও মুখ্যমন্ত্রী এবং প্রসাশন তাদের কাজের স্থায়িকরণ করছে না।একইভাবে মাসে দুই তিনহাজার টাকার পারিশ্রমিক পাচ্ছেন, যেটাকা দিয়ে তাদের পরিবার চলে না। এইদাবী নিয়েই আজ তাদের এই অভিযান বলে জানান তিনি।