সিভিক ভলেন্টিয়ারদের সমস্যার সমাধান করলেন মুখ্যমন্ত্রী

সিভিক ভ্লান্তিয়ারদের সমস্যার সমাধান করলেন মুখ্যমন্ত্রী । মালদা জেলায় দুটি প্যানেলের মাধ্যমে সিভিক ভলেন্টিয়ার দের কাজ করা নিয়ে যে জটিলতা ছিল সে জটিলতার সমাধান করেছেন মুখ্যমন্ত্রী। মালদা জেলায় নিযুক্ত প্রায় সাড়ে সাত হাজার  সিভিক ভলেন্টিয়ার বারো মাস কাজ করবেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর রীতিমতো অকাল হোলি পালন করলেন সিভিক ভলেন্টিয়ার দের অনেকেই। শুক্রবার রাতে অতিরিক্ত মুখ্যসচিবের সাক্ষরিত সেই নির্দেশিকা মালদায় এসে পৌঁছেছে৷ এই সিদ্ধান্তের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন জেলা পুলিশ ও প্রশাসনের কর্তারা‌।

জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদা জেলায় সিভিক ভলান্টিয়ারের শূন্য পদ ছিল ৪৬৫৪টি৷ কিন্তু ২০১৩ সালে সেই সংখ্যার থেকে অনেক বেশি যুবক ও যুবতিকে সেই পদে নিয়োগ করা হয়েছিল৷ তার কোপ পড়েছিল সিভিককর্মীদের একাংশের ওপর৷ রাজ্যের মধ্যে একমাত্র মালদা জেলায় তৈরি করা হয়েছিল দুটি প্যানেল৷ প্রতি প্যানেলকে ছ’মাস কাজ দেওয়া হত৷ অনেক সিভিককর্মী বছরে ছ’মাস সরকারি কাজ করার পর বাকি ছ’মাস পেট্রোল পাম্প, হোটেল সহ বিভিন্ন জায়গায় কাজ করতেন৷ কিন্তু ছ’মাসের জন্য কাজ পেতেও তাঁদের সমস্যা হত৷ শেষ পর্যন্ত এই সমস্যা থেকে মুক্তি পেলেন তাঁরা৷ শুক্রবার রাতে আসা নবান্নের নির্দেশিকায় বলা হয়েছে, এই জেলায় সিভিক ভলান্টিয়ারের শূন্যপদের সংখ্যা ৪৬৫৪ থেকে বাড়িয়ে ৭২৫৪ করা হয়েছে। এজন্য প্রতিটি সিভিক ভলান্টিয়ারেরা  রাজ্য সরকারের পাশাপাশি জেলা পুলিশ সুপারকে ধন্যবাদ জানাচ্ছেন৷