সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির বাকি থাকা পরীক্ষার সূচি ঘোষণা করেছে। জুলাই মাসের ১-১৫ তারিখের মধ্য আয়োজিত হবে এই পরীক্ষা। শুক্রবার জানিয়েছে সরকারি এক সূত্র। এদিন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক বলেছেন, ঝুলে থাকা পরীক্ষাগুলোর সূচি জানতে অধীর আগ্রহে বসে পরীক্ষার্থীরা। আমরা আজ সিদ্ধান্ত নিয়েছি জুলাই ১-১৫-এর মধ্যে আয়োজন করা হবে সেই পরীক্ষা।” শুক্রবারের মধ্যে পরিবর্তিত সূচি ঘোষণা করবে সিবিএসই, জানিয়েছেন মন্ত্রী। এদিকে, সংক্রমণ আতঙ্ক ও লকডাউনের জেরে দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তালা ঝুলেছে।স্থগিত হয়ে গিয়েছে একাধিক পর্ষদ নিয়ন্ত্রিত পরীক্ষা। সেই তালিকায় রাজ্যের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ আয়োজিত পরীক্ষাগুলো যেমন রয়েছে, তেমন রয়েছে সিবিএসই ও আইসিএসই নিয়ন্ত্রিত বোর্ডের পরীক্ষাগুলো।
বাবরি মামলায় অভিযুক্ত আদবানি-যোশী! অগাস্টের মধ্যে রায় ঘোষণা, নিম্ন কোর্টকে সুপ্রিম নির্দেশ