সিদ্ধার্থ শুক্লার বিস্ফোরক মন্তব্য

হিন্দি টেলিভিশনে হার্টথ্রব নায়ক ও বিগ বস ১৩-র বিজেতা সিদ্ধার্থ শুক্লা সবসময় রয়েছেন চর্চার কেন্দ্রবিন্দুতে। সিনিয়র হিসাবে দু-সপ্তাহের জন্য চলতি সিজনে বিগ বসের ঘরে ফিরেছেন সিদ্ধার্থ। এই সিজনেই এক বিস্ফোরক মন্তব্য করলেন সিদ্ধান্ত। একটি টাস্ক চলাকালীন স্বীকার করে নেন ‘তুমি এইভাবে আমাকে স্পর্শ করতে পার না, বাড়িতে আমার গার্লফ্রেন্ড আছে’।

চলতি সিজনেও পঞ্জাব থেকে আসা প্রতিযোগী সারা গুরপাল প্রকাশ্যে সিদ্ধার্থকে ‘জিজাজি’ বলে সম্বোধন করে চমকে দেন সকলকে। এই স্বীকারোক্তি ‘সিধনাজ’ জুটি সম্পর্ক নিয়ে জল্পনা উস্কে দিল। ‘সিধনাজ’ হল বিগ বস ১৩-র চর্চার কেন্দ্রবিন্দু ‘পঞ্জাবের ক্যাটরিনা কাইফ’ শেহনাজ গিল ও সিদ্ধার্থের রসায়ন।