সিকিমে ৭ দিনের জন্য লকডাউন ঘোষনা করল

করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। রাজ্যে বাড়তে থাকা করোনা সংক্রমনকে রুখতে সিকিম রাজ্য সরকার সোমবার ৭ দিনের জন্য লকডাউন ঘোষনা করল। সিকিমে বর্তমানে ২৮৩ টি করোনা সংক্রমন ধরা পড়েছে। আধিকারিকেরা জানিয়েছেন, ১৯৩ জন এখনও চিকিৎসাধীন রয়েছে, ৯০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে।

রাজ্যে করোনা পরিস্থিতির ব্যবস্থাপনার সমস্ত নির্দেশিকার কথা মাথায় রেখে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে বলে মুখ্য সচিব এস সি গুপ্ত জানিয়েছেন। সিকিমের সমস্ত জেলায় সমস্ত সরকারি অফিস, দোকান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার এবং কারখানা বন্ধ থাকবে। সাধারণ মানুষের চলাচল, জমায়েত, পণ্য পরিবহন, যানবাহন নিষিদ্ধ থাকবে। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, প্রশিক্ষন কেন্দ্র, কোচিং সেন্টার ৩১ আগষ্ট পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।