নয়া রেকর্ড তৈরি করেছে করোনা ভাইরাস৷করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। দৈনিক আক্রান্তের সংখ্যা রীতিমতো ভয় ধরাচ্ছে। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। যুদ্ধকালীন তৎপরতায় হচ্ছে কাজ। এই দুর্ভোগে দেশবাসীকে সাহায্যের জন্য সেনাবাহিনীকে কাজে লাগানো হবে মঙ্গলবার এমনটাই জানালেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। এই পরিস্থিতিতে সেনার অবসরপ্রাপ্ত চিকিৎসকদের ডেকে পাঠানো হচ্ছে। সেনার ভান্ডার থেকে হাসপাতালগুলিতে অক্সিজেন সিলিন্ডার জোগান দেওয়া হবে বলেও জানান তিনি। উল্লেখ্য, করোনা মোকাবিলায় বিপিন রাওয়াতের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।