দেশজুড়ে ঝড়ের গতিতে বাড়ছে করোনা সংক্রমণ। গোটা দেশ এখন করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত। এবার এই বিপর্যয়ের সঙ্কটের মধ্যে ভারতকে সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছে আমেরিকা ও ফ্রান্স। ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল এই দুই দেশ। আমেরিকা একটি ভারত ভিত্তিক টাস্ক ফোর্স তৈরী করেছে। ওষুধ, ২০ হাজার অক্সিজেন কন্সেন্ট্রেটর দেওয়ার কথা হয়েছে। প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়ার কথা ঘোষণা করল ফ্রান্স। করোনা যুদ্ধের লড়াইয়ে ভারতকে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে তারা। এই সিদ্ধান্তকে সঙ্গ দিচ্ছে ভারতে অবস্থিত ফরাসি কোম্পানিগুলি ও ইউরোপীয় ইউনিয়ন।