প্রতারণা গ্যাংয়ের নয়া অস্ত্র করোনা টিকার বুস্টার ডোজ। প্রতারকদের ছলের অভাব নেই। কখনও ঋণ দেওয়ার নাম করে তো কখনও আবার অ্যাপ ডাউনলোডের ছুতো দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে তারা। এবার এই টিকা দেওয়ার নামে জনগণের অ্যাকাউন্ট সাফ করতে পারে জালিয়াতরা। এ নিয়ে কলকাতা তথা রাজ্যবাসীকে সতর্ক করলেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি মুরলীধর শর্মা।
মুরলীধর শর্মা টুইটারে লেখেন, “মানুষকে প্রতারণা করার নয়া উপায় বের করেছে জালিয়াতরা।” কী সেই উপায়? টুইটারে তার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন পুলিশ কর্তা। জানিয়েছেন, করোনা টিকার বুস্টার ডোজ নিতে চান কি না জানতে চেয়ে ফোন বা মেসেজ করছে প্রতারকরা। ইতিবাচক উত্তর পেলে ফোনে একটি লিঙ্ক পাঠাচ্ছে তারা। ওই লিঙ্কে ক্লিক করতে বলা হচ্ছে। তার পর ফোনে আসা ওটিপি জানতে চাইছে তারা। আর ওটিপি একবার বলে দিয়েই কেল্লা ফতে! অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যেতে পারে সব টাকা।
এ নিয়ে সতর্ক করে পুলিশ কর্তা আরও লিখেছেন, “সাবধান হোন এটি আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র। এই ধরনের কোনও কল বা টেক্সট মেসেজ পেলে, লিঙ্কটি ডাউনলোড করবেন না। ওটিপিও শেয়ার করবেন না।”