সাধু উদ্যোগ

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আগের চেয়ে আরও মারাত্মক আকার ধারণ করেছে। রেকর্ড মৃত্যু। সামান্যতমও কমল না সংক্রমণ। সবমিলিয়ে পরিস্থিতি ভয়াবহ। চলছে মৃত্যু মিছিল। কোভিডের জেরে খাবারের সংকটও দেখা দিয়েছে বহু আক্রান্তদের ঘরে। এই সংকটকালে ত্রাতার ভূমিকায় দেখা গেল শহরের দুই ব্যবসায়ীকে। কলকাতার ছয়টি এলাকায় কোভিড আক্রান্তদের জন্য বিনামূল্যে খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন তাঁরা। যে হারে সংক্রমণ বাড়ছে, এই আবহে মঙ্গলবার থেকেই এই পরিষেবা শুরু করেছেন তাঁরা। কোভিড আক্রান্তদের খাবারের দরকার হলে, ৮৬৯৭৪৪৯৩৫০ ও ৯৮১১৫৬০৫৬১, এই দুই নম্বরের যে কোনও একটিতে কল বা মেসেজ করেলেই বিনামূল্যে খাবার পৌঁছে দেওয়া হবে।