সাত সকালে তাজা বোমা পাওয়া গেলো ভাঙরে

পঞ্চায়েত ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে ফের উদ্ধার হল তাজা বোমা। মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় বিধানসভা আসন থেকে বহুল পরিমাণে বোমা উদ্ধার হওয়ায় বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সমগ্র এলাকাজুড়ে। জানা গিয়েছে, প্রায় ২০০ টিরও বেশি বোমা উদ্ধার করা হয়েছে। আজ সকালে ভাঙড়ের কাশীপুরে সোমনাথ কলোনিতে চাষের জমিতে বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পাশেই পড়েছিল বোমা ভর্তি ব্যাগ। কাশীপুর থানার পুলিশ গিয়ে বোমাগুলি উদ্ধার করে। চাষের জমিতে বোমা বাঁধা চলছিল, কাউকে আসতে দেখে দুষ্কতীরা পালায় বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।