সম্মানিত করা হবে শহিদ কর্নেলকে

উত্তরে লাদাখ সীমান্তে চীনা আগ্রাসনকে কেন্দ্র করে গত বছরের মাঝামাঝি সময় থেকেই দেশ জুড়ে ছড়িয়েছে উত্তেজনা। দেশের সীমানা রক্ষায় সঙ্গে সঙ্গে ছুটে যান ১৬ নম্বর বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার কর্নেল সন্তোষ বাবু। দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছিলেন কর্নেল সন্তোষ বাবু। এবার সাধারণতন্ত্র দিবসে সেই বলিদানের প্রতি সম্মান প্রদর্শন করে তাঁকে মরণোত্তর মহাবীর চক্রে সম্মানিত করা হবে।