সম্পর্ক আরও দৃঢ় হলো ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের

বন্ধুত্বের হাত বাড়িয়েছে তিনি। ভারতের সঙ্গে আরও দৃঢ় এবং সুসম্পর্ক স্থাপন করতে চাইছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন। এই কারণে বন্ধুত্বের হাত বাড়িয়েছেন দিল্লির সঙ্গে। তাই লস অ্যাঞ্জেলসের মেয়র এরিক গারসেটিকে ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট। গারসেত্তি তাঁর ঘনিষ্ঠ সহকর্মীও বটে। চলতি সপ্তাহের প্রথমেই মার্কিন বিদেশ বিষয়ক কাউন্সিলের আমন্ত্রিত সদস্য হয়েছেন গারসেটি। তারপরেই ভারতের রাষ্ট্রদূত হিসেবে তাঁর এই নিয়োগ। ২০১৩ থেকে লস অ্যাঞ্জেলসের মেয়র গারসেটি।  চলতি সপ্তাহের প্রথমেই মার্কিন বিদেশ বিষয়ক কাউন্সিলের আমন্ত্রিত সদস্য হয়েছেন গারসেটি। তারপরেই ভারতের রাষ্ট্রদূত হিসেবে তাঁর এই নিয়োগ। ২০১৩ থেকে লস অ্যাঞ্জেলসের মেয়র গারসেটি। এরিক গারসেটির নিয়োগ ভারতের জন্যে গুরুত্বপূর্ণ। কারণ সরাসরি হোয়াইট হাউজের সঙ্গে যোগাযোগ রয়েছে এরিকের। তার ফলে ওয়াশিংটনে কোনও বার্তা পৌঁছানো খুবই সহজ হয়ে যাবে নয়াদিল্লির জন্যে।

গারসেটি দীর্ঘ ১২ বছর লস অ্যাঞ্জেলের সিটি কাউন্সিলে ছিলেন। এরপর ২০১৩ সালে তিনি মেয়র হন লস অ্যাঞ্জেলেসের। এদিকে গারসেটির কূটনৈতিক দক্ষতা দেখা গিয়েছিল প্যারিস পরিবেশ চুক্তি গ্রহণ করার ক্ষেত্রে। তিনি ক্লাইমেট মেয়র নামক ফোরামের কো-চেয়ার। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০০ শহরের মেয়র প্যারিস চুক্তি গ্রহণ করার কথা ঘোষণা করেছেন। এদিকে এশিয়া-প্যাসিফিক অঞ্চল নিয়ে গারসেটি ভালো মত অবগত। তিনি ১২ বছর মার্কিন প্যাসিফিক ফ্লিটের অধীনে ইন্টেলিজেন্স অফিসার হিসেবে কাজ করেছেন।

শুধু ভারত নয়, একাধিক দেশের রাষ্ট্রদূতের নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস। মেয়র হিসেবে দেশের ব্যস্ততম বন্দর ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার এবং বিমানবন্দর লসআঞ্জেলসের তদারকির দায়িত্বে। তাঁর উদ্যোগেই প্রায় ৩ দশক পর অলিম্পিকের আসর বসছে মার্কিন মুলুকে। ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক খানিকটা তাঁর প্রচেষ্টার বীজ। এলএ মেট্রোর চেয়ারম্যান হিসেবে দেশের দ্বিতীয় বৃহত্তম গণপরিবহণের দায়িত্বে গারসেটি। এই মেট্রো শহরকে ১৫টি অংশে যুক্ত করছে এবং বিদ্যুৎ চালিত হিসেবে জ্বালানির সাশ্রয়ে কার্যকরী পরিবহণ।