করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা কিছুটা সামলে উঠলেও চোখ রাঙাচ্ছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা৷ আর এই তৃতীয় ঢেউ শিশুদের উপরই বেশি আঘাত আনতে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ তাই এবার শিশুদের রক্ষা করতে আগে থেকে সবরকম প্রস্তুতি নিতে চায় রাজ্য সরকার৷ এবার রাজ্যে শুরু হচ্ছে শিশুদের ওপর করোনা টিকার ট্রায়াল। এবার ১২ থেকে ১৮ বছর বয়সীদের উপর শুরু হতে চলেছে কোভিড টিকার ট্রায়াল৷ পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে শুরু হবে ট্রায়াল। ক্যাডিলার জাইকোভ ডি ভ্যাকসিনের ট্রায়াল শুরু হবে সেখানে৷ চলতি সপ্তাহের শেষেই শুরু হবে এই ক্লিনিক্যাল ট্রায়াল। আগামী ১৫ দিনের মধ্যে এই পরীক্ষা সম্পন্ন করা হবে বলেও ইন্সটিউট অফ চাইল্ড হেলথ-সূত্রে জানানো হয়েছে।
ট্রায়ালে অংশ নেবে ১০০ জন। সারা দেশের প্রায় ১৫০০ শিশুর উপর হবে এই পরীক্ষা। দেশের ৫৪টি কেন্দ্রকে এর জন্য বাছা হয়েছে। এর আগে, গতমাসে দিল্লির এইমসে দুই থেকে থেকে আঠারো বছর বয়সীদের কোভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়। এইমস সূত্রে দাবি, মোট ৫০ জনের ওপর ট্রায়ালের পরিকল্পনা করা হলেও, তার থেকে ১০ গুণ বেশি আবেদন জমা পড়েছে। এইমস সূত্রে দাবি, মোট ৫০ জনের ওপর ট্রায়ালের পরিকল্পনা করা হলেও, তার থেকে ১০ গুণ বেশি আবেদন জমা পড়েছে। ২৮ দিনের ব্যবধানে দেওয়া হচ্ছে দুটি ডোজ। প্রথম ডোজ দেওয়ার আগে সবার অ্যান্টিবডি টেস্ট হচ্ছে। ভ্যাকসিনের ডোজ দেওয়ার পর কড়া নজরদারিতে রাখা হচ্ছে সকলকে।