নতুন দিল্লির ফর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের (ফেহি) চেয়ারম্যান ড. অশোক শেঠের নেতৃত্বে একদল চিকিৎসক ভারতের প্রথম করোনারি শকওয়েভ লিথোট্রিপসি সম্পাদন করলেন। তাঁরা এই পদ্ধতির দ্বারা সম্প্রতি হার্ট অ্যাটাক হওয়া একজন ৬৭ বছর বয়সী রোগীর গুরুতরভাবে ব্লক হওয়া আর্টারি খুলে দেন। ওই রোগীর আর্টারি ৯০ শতাংশ ব্লক ছিল, যা বেলুন ফাটিয়ে তীব্র চাপে প্রচলিত বেলুন অ্যাঞ্জিয়োপ্লাস্টি দ্বারা খোলা সম্ভব ছিলনা। ফলে ওই ব্লকেজ খোলা ছিল অসম্ভব। এরপর অভিনব শকওয়েভ বেলুন হার্টের আর্টারিতে প্রবিষ্ট করান হয় ও সোনিক পালস প্রদান করা হয় ব্লকেজের ক্যালসিয়ামে ভাঙনের জন্য। খুবই কম চাপে সহজেই ব্লকেজ খুলে ফেলার পর স্টেন্ট ইমপ্লান্টেশন করা হয় সফলভাবে। শকওয়েভ করোনারি লিথোট্রিপসি হল এক অভিনব পদ্ধতি যা করোনারি আর্টারি ডিজিজের অ্যাডভান্সড ফর্মে ভুগতে থাকা রোগীদের সামনে আশার আলো হিসেবে এসেছে, যাদের অ্যাঞ্জাইনা বা হার্ট অ্যাটাক হয়েছে এবং ক্যালসিয়াম জমে যাওয়ার কারণে ব্লকেজ খুবই শক্ত হয়ে গেছে। অ্যাঞ্জিয়োপ্লাস্টি ও স্টেনিং করাচ্ছেন এমন ২০ থেকে ২৫ শতাংশ রোগীর ক্ষেত্রে এরকম হয়ে থাকে, বিশেষকরে যারা বয়স্ক, ডায়াবেটিক, ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত, দীর্ঘকালীন ব্লকেজ যুক্ত বা যারা পূর্বে বাইপাস সার্জারি করিয়েছেন। এরকম শক্ত ব্লকেজের ক্ষেত্রে আল্ট্রা-হাই প্রেসার বেলুন বা রোটেটরি ড্রিলের মতো পূর্বেকার পদ্ধতিগুলি ব্যবহার করা কঠিন ও আর্টারির ক্ষতির আশঙ্কাও থাকে। এইজন্য শকওয়েভ করোনারি লিথোট্রিপসি ওইসব পদ্ধতিগুলির তুলনায় অনেক উন্নত।