সন্ত্রাসবাদী হানায় মৃত্যু হল বিজেপি দলের দলনেতার

আবারও রক্তেরাঙা হল ভূস্বর্গ। আবার অশান্ত হল জম্মু-কাশ্মীর। ফের সন্ত্রাসবাদী হানায় কেঁপে উঠল শ্রীনগর। এবার জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন এক বিজেপি নেতা। পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত হলেন বিজেপি নেতা তথা স্থানীয় কাউন্সিলর রাকেশ পণ্ডিতা। রাকেশ পণ্ডিতাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসবাদীরা। গুলি লাগার পর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। গুলির আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বিজেপি নেতার। সূত্রের খবর, গতকাল নিরাপত্তারক্ষীদের সঙ্গে না নিয়েই বাইরে বেরিয়েছিলেন ত্রাল পুরসভার কাউন্সিলর তথা বিজেপি নেতা রাকেশ পণ্ডিতা। পুলিশ অধিকারিকদের দাবি, পণ্ডিতার গতিবিধির কথা তাঁর কাছেরই কেউ জঙ্গিদের কাছে পৌঁছে দিয়েছে।

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার ত্রাল এলাকার বাসিন্দা ছিলেন এই বিজেপি কাউন্সিলর। টুইটারে এই ঘটনার নিন্দা করেছেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। এই ঘটনার পরই নড়েচড়ে বসেছে প্রশাসন। এই ঘটনার পরেই গোটা এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনী ও পুলিশ। জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ এবং নিরাপত্তবাহিনী। এদিকে, এখনও পর্যন্ত এই গুলিকান্ডের দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন।

উল্লেখ্য, ভারতের সঙ্গে সম্মুখ সমরে না নেমে জম্মু ও কাশ্মীরে ছায়াযুদ্ধ চালাচ্ছে পাকিস্তান আর্মি ও গুপ্তচর সংস্থা আইএসআই। সীমান্তের ওপার থেকে সন্ত্রাসবাদীদের ঢুকিয়ে এবং স্থানীয় যুবকদের মগজধোলাই করে ভারতকে রক্তাক্ত করার চেষ্টা চালাচ্ছে পড়শি দেশটি। তবে ভারতীয় সেনার লাগাতার অভিযান ও আন্তর্জাতিক মহলের চাপের মুখে অনেকটা বিপাকে পড়েছে ইসলামাবাদ। তাই ফের রাজনৈতিক ব্যক্তিত্বদের উপর হামলা চালিয়ে উপত্যকাক অশান্ত করে তুলতে চাইছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি।