সনিয়ার অভিযোগকে ‘সস্তার রাজনীতি’ বলল গেরুয়া শিবির

বিজেপি সাম্প্রদায়িক বিদ্বেষের ভাইরাস ছড়াচ্ছে, কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধির এমন মন্তব্যের সূত্রে তাঁকে আক্রমণ করল গেরুয়া শিবির। বিজেপির অভিযোগ, ‘সস্তার রাজনীতি’ করছেন সনিয়া। এদিন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান, ‘‘আমরা সাম্প্রদায়িক বিভাজন করছি না। আমরা একসঙ্গে কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াই করছি। তাঁর কাছে আমাদের অনুরোধ সস্তার রাজনীতি করবেন না। ক্ষুদ্র রাজনীতি করা তাঁদের উচিত নয়।” কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে সনিয়া গান্ধি বলেছিলেন, বিজেপি সাম্প্রদায়িক সম্প্রীতির মারাত্মক ক্ষতি করছে, যখন সকলের একসঙ্গে কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াই করার কথা।