সইফুল মিদ্দার মৃত্যুর প্রতিবাদে থানা ঘেরাও মালদার হরিশচন্দ্রপুরে

নবান্ন অভিযানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে মৃত সইফুল ইসলাম মিদ্দার মৃত্যুর প্রতিবাদে আজ মালদার হরিশচন্দ্রপুর থানা ঘেরাও করল বাম ছাত্র যুব সংগঠনের সদস্যরা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য কমিটির সদস্য জামিল ফেরদৌস, ডিওয়াইএফআই নেতা মোহাম্মদ হারেজ, প্রণব কুমার দাস, অনুপ আচার্য প্রমুখরা।

প্রসঙ্গত গত ১১ ই ফেব্রুয়ারি বাম ছাত্র যুবদের ডাকে কর্মসংস্থানের দাবিতে নবান্ন অভিযান করেন ডিওয়াইএফআই এসএফআই সহ বাম ছাত্র যুব সংগঠন। কর্মসংস্থান, শিল্পকেন্দ্র ও অন্যান্য দাবি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলতে গেছিল ছাত্র-যুবরা। মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন জমা দেওয়া নিয়ে বাম ছাত্র-যুব দের মিছিলে নির্বিচারে লাঠিচার্জ করে কলকাতা পুলিশ। তারপর পুলিশের লাঠির আঘাতে গুরুতর আহত হন যুবনেতা মইদুল ইসলাম। চিকিৎসাধীন থাকার পরে গতকাল হাসপাতালে তার মৃত্যু ঘটে। মইদুল ইসলাম এর মৃত্যুর প্রতিবাদে এরপরই রাজ্যজুড়ে থানা ঘেরাও এর ডাক দেয় বাম ছাত্র যুব সংগঠন।