বেশ কিছুদিন ধরেই সুশান্তের মৃত্যু নিয়ে বলিউডের দিকে আঙুল তুলেছে বেশ কয়েকটি চ্যানেল। এতদিন চুপচাপ ছিল বলিউড, এবার চারটি সিনেমা সংগঠন এবং ৩৪ জন প্রযোজক কয়েকটি সংবাদমাধ্যমের ‘দায়িত্বজ্ঞানহীন রিপোর্টিং’-এর মামলা দায়ের করে দিল্লি হাইকোর্টে আবেদন করেছে।
মামলাকারীদের মধ্যে রয়েছেন শাহরুখ খান, সলমান খান, আমির খান, করণ জোহর, তাপসী পান্নু, যশ রাজ প্রোডাকশন-সহ মোট ৩৮টি সংস্থা। তাঁদের অভিযোগ, সুশান্তের মৃত্যুর তদন্ত নিয়ে কয়েকটি সংবাদমাধ্যম বলিউডের দিকে কাদা ছুড়েছে। সিনেমার সঙ্গে যুক্ত শিল্পী, তারকাদের নিয়ে এই মিডিয়া ট্রায়াল বন্ধ হোক।
এমনকী অনেকের নামেই গল্প বানিয়ে খবর হিসেবে পরিবেশন করার অভিযোগও তোলা হয়েছে। সোশ্যাল মিডিয়াতে এসব করা যাবে না। এই কারসাজির দায়ে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করছে মুম্বই পুলিশ।