সামনেই আসছে উৎসবের মরসুম আর তার ফলে এই মরসুমে সংক্রমণ আরও ছড়ানোর সম্ভাবনা রয়েছে বলেই সতর্ক করছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষ বর্ধন। কোভিড নিয়ম না ভেঙে দেশবাসীকে উৎসব করার পরামর্শ দিলেন তিনি। বাড়িতে বসে পরিবারের সঙ্গেই উৎসব পালনের কথা বলেছেন তিনি। সামনের শীতের মরসুমে করোনা সংক্রমণের আরও একটা বড় ঢেউ আসতে পারে বলেই সতর্ক করেছেন ডক্টর হর্ষ বর্ধন।
হর্ষ বর্ধন বলেন, “কঠিন পরিস্থিতিতে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। কোনও ধর্ম বা ভগবান বলে না বাইরে বেরিয়ে জাঁকজমক করে উৎসব করতে হবে। প্যান্ডেল, মন্দির বা মসজিদ সবাই প্রার্থনা করতে যান। আমাদের লক্ষ্য হচ্ছে এই ভাইরাসকে শেষ করে মানবতাকে বাঁচানো। এটাই গোটা বিশ্বের ধর্ম।”