রাজ্যে বেলাগাম করোনা। করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে শহরে। ভয়াবহ পরিস্থিতি, প্রতিদিনই শেষ ২৪ ঘণ্টার রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়ছে সংক্রমণের রিপোর্ট। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। আর সেই কারণে সংক্রমণ ঠেকাতে এবার কলকাতার বেশ কয়েকটি বড়ো বাজার আগামী ৪দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার পর্যন্ত বন্ধ থাকছে মধ্য কলকাতার বেশ কিছু বাজার চত্বর। চাঁদনি চক, চৌরঙ্গি, ক্যানিং স্ট্রিট, বড়বাজার-সহ যে সমস্ত এলাকায় ‘জরুরি নয়’ এমন পণ্যের বাজার বসে, তা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী সমিতি। বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের কর্তারা। করোনা সংক্রমণ ঠেকাতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।