সংকটময় পরিস্থিতিতে ভারত

গভীরতম সংকটে গোটা দেশ। ভারত আজ করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত। ফের রেকর্ড হারে সংক্রমণ। বিশ্বের প্রতিদিন যত লোক আক্রান্ত হচ্ছেন করোনাভাইরাসে তার প্রায় অর্ধেকই এখন হচ্ছে ভারতে। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ দৈনিক আক্রান্তের পাশাপাশি বাড়িয়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাকেও। আগের সমস্ত রেকর্ডকে ভেঙে দিল এদিনের সংক্রমণের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত ৪,১২,২৬২ জন। পাশাপাশি একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৩,৯৮০ জনের। একদিনে মৃত্যুর নিরিখে এই সংখ্যা দেশে এখনও অবধি সর্বোচ্চ। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ২ কোটি ১০ লক্ষ ৭৭ হাজার ৪১০ জন। স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী পশ্চিমবঙ্গে একদিনে ১৮,১০২ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১০৮ জনের।