শ্রীলঙ্কার ক্রিকেট তারকা মুরলীধরনের বায়োপিক ছাড়লেন বিজয় সেতুপতি

মুথাইয়া মুরলীধরনের বায়োপিকে অভিনয় করবেন না বিজয় সেতুপতি, একথা টুইটারে জানানোর পরও অভিনেতার নাবালিকা কন্যাকে ধর্ষণের হুমকি দেওয়া হল সোশ্যাল মিডিয়ায়। জুলাই মাসে শ্রীলঙ্কার ক্রিকেট তারকা মুরলীকে নিয়ে ‘৮০০’ নামক ছবি কথা ছিল পরিচালক শ্রীপতির।

গত ১৩ অক্টোবর পোস্টার প্রকাশ্যে আসে। এরপর থেকেই তুমুল বিক্ষোভের মুখে পড়তে হয় অভিনেতাকে। এরপর বিজয় সেতুপতিকে মুরলীধরন প্রজেক্ট থেকে বেরিয়ে আসার অনুরোধ করে চিঠি টুইট করেন। বিজয় ছাড়ার কথা ক্যাপশনে জানালেও তারপরও সোশ্যাল মিডিয়ায় তাঁর নাবালিকা কন্যা শ্রীজাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়।