শ্রীনগরের সেন্ট্রাল জেলে করোনায় আক্রান্ত রেকর্ড সংখ্যক কয়েদী

শ্রীনগরে অবস্থিত কাশ্মীরের সেন্ট্রাল জেলে থেকে ১০২ জন কয়েদীকে কোয়ারেন্টাইনে পাঠানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে জেল কর্তৃপক্ষ। পাঁচজনের মধ্যে এক জন কয়েদীর করোনা সংক্রমণ ধরা পড়েছে কাশ্মীরে সেন্ট্রাল জেলে। শুক্রবার জেল কর্তৃপক্ষ জানায় জেলের আক্রান্ত কয়েদীদের অন্যত্র স্থানান্তরিত করা হচ্ছে। ওই জেলে ৪৮০ জন কয়েদী থাকতেন বলে জানানো হয়েছে।

কাশ্মীরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০,০০০ জন। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে উপত্যকায় দফায় দফায় লকডাউন করা হয়েছে রাজ্য সরকারের তরফে। যদিও অধিকাংশ হাসপাতালে করোনা রোগীর চিকিৎসা হওয়ার দরুন অক্সিজেন শয্যার ঘাটতি দেখা দিচ্ছে। বেশি ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকায় রোগীদের অপেক্ষা করতে হচ্ছে।