শেষ পর্ব

আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি।
না পাওয়া গুলো, আমার পিছু ধাওয়া করে আসছে।
আমাকে খাঁদের দিকে ঠেলে দিচ্ছে ক্রমশ।
আমি থমকে দাঁড়িয়ে আছি,
একটা বিশাল বট গাছের তলায়।
গাছের পাতা গুলো ঝড়ে পরে যাচ্ছে!
আর কয়েকটা মাত্র পাতা,
তারপর প্রখর রোদে জ্বলতে হবে আমায়।
আর আমার স্বপ্নগুলো গুলো
কেরোসিন মেখে তৈরি আছে, সুযোগ পেলেই
চিতার কাঠ হয়ে আমাকে পোড়াবে বলে।