শুভ পরিণতি পেলো রালিয়ার সম্পর্ক

বিগত এক বছরের জল্পনায় ইতি পড়লো অবশেষে। চার হাত এক করলো ‘রালিয়া’। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সাতপাকে বাঁধা পড়লেন রণবীর কাপুর, আলিয়া ভাট। প্রথম থেকেই তাদের বিয়ের ছবি নিয়ে কৌতূহল ছিল সকলের মনে। অবশেষে তা প্রকাশ্যে এল। প্রথম থেকেই নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে দেওয়া হয়েছিল গোটা বিয়ের জায়গা। বিয়ের আগে ছবি যাতে বাইরে না আসে সেদিকে খেয়াল রাখা হয়েছিল। বিয়ে সম্পন্ন হয়ে যাওয়ার পর হু হু করে ভাইরাল বিয়ের সব ছবি।

এ যেন এক স্বপ্নের বিয়ে। অনেক গুঞ্জন, অনেক জল্পনার অবসান ঘটানো বিয়ে। আলিয়া ভাট এবং রণবীর কাপুরের এই গাঁটছড়া নিয়ে সিনেমা প্রেমী তো বটেই আমজনতারও কৌতূহল কম ছিল না। আর এখন বিয়ের ছবি সামনে আসায় উত্তেজনার পারদ তুঙ্গে। বাঙালি ডিজাইনার সব্যসাচীর পোশাকে সেজেছেন দুজনেই। বিয়েতে আলিয়া পরেছিলেন প্যাস্টেল শেডের লেহেঙ্গা। আর রণবীরের পরণে ওই একই রঙের পাঞ্জাবি। মাথায় পাগড়ি, গলায় মুক্তোর মালা ছিল বরের।

পরিবার বাদ দিয়ে অনেক তারকাই উপস্থিত ছিলেন তাদের বিয়েতে। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে ছবি শেয়ার হতেই কমেন্টের ছড়াছড়ি। নেহা ধুপিয়া, নিমরত কৌর, মৌনি রায়, মণীশ মলহোত্রা, জোয়া আখতারের মতো তারকারা তো আছেনই, রণবীর আর আলিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন তাদের অগণিত ভক্তরাও। নিজেদের বিয়ে উপলক্ষ্যে একে অপরকে ভালবাসায় ভরিয়ে দিয়ে ‘রালিয়া’ লিখেছেন, ”এত ভালোবাসা আর শুভেচ্ছা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে। সবার জন্য এই মুহূর্ত আরও বিশেষ হয়ে গিয়েছে।”

বিয়ে শেষ হওয়ার পরেই আগামী ছবির কাজে হাত দেবেন আলিয়া এবং রণবীর দুজনেই। এদিকে শোনা যাচ্ছে, বিয়ের পরেই নাকি মধুচন্দ্রিমায় উড়ে যাবেন নব দম্পতি৷ প্রথমে ঠিক ছিল দক্ষিণ আফ্রিকার জঙ্গলে যাবেন৷ তবে বাধ সেধেছে রণবীরের সিডিউল৷ ২১ এপ্রিল থেকেই শুরু হয়ে যাবে তাঁর নতুন ছবি ‘অ্যানিমেল’-এর কাজ৷ তবে কি ছবির কাজ শেষ করেই হাতে হাত রেখে গভীর জঙ্গলে হারিয়ে যাবেন তারকা দম্পতি? উত্তর মিলবে শীঘ্রই।

ডায়েট নিয়ে কোনও রকম আপস করতে রাজি হননি তারকা জুটি। সেই অনুযায়ী, বিয়ের মেনু সাজানো হয়েছিল। এদিকে আলিয়া ভাট আসলে ‘ভেগান’। তাই রণবীরের মা তাঁর পছন্দের কথা মাথায় রেখেই ‘ভেগান’ মেনু ঠিক করেন। সেখানেই ছিল আলিয়ার ফেভারিট ভেগান বার্গার। অন্যদিকে রণবীরের পছন্দ সুশি। মেনুতে ছিল সেটাও। তবে এখানেই শেষ নয়। ঋষি-নীতু কাপুরের ছেলের বিয়ে হচ্ছে আর রাজকীয় আয়োজন হবে না তা হতেই পারে না। তাই খাবারের মেনুতে থেকেছে ইটালীয়, মেক্সিকান, পঞ্জাবি, আফগানি, সব রকমের খাবার। থেকেছে বিরিয়ানি, কবাব, ডাল মখানি, পনির টিক্কা।