শুভাকাঙ্ক্ষীদের কাছে পুত্রের জন্য নাম চাইলেন অমৃতা-অনমোল

সদ্য মা হয়েছেন অমৃতা রাও। ১ লা নভেম্বর পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রেডিও জকি অনমলের অর্ধাঙ্গিনী। সেই খবর জানিয়ে সোশ্যাল সাইটে পোস্টও করেছেন। এবার তাদের সন্তানের নাম রাখার জন্য শুভাকাঙ্খীদের কাছ থেকে নাম জানতে চাইলেন। এর পরেই নতুন বাবা-মায়ের এক আন্তরিক পদক্ষেপে বেশ খুশি হয়েছেন নেটিজেনরা। সাধারণত তারকা থেকে আমজনতা ছেলে বা মেয়ে জন্ম নেওয়ার আগেই তাদের নাম মোটামুটি ঠিক করে রাখেন। অমৃতা আর অনমোল সেটা করেননি। তাঁরা এই গুরুদায়িত্ব নেটিজেনদের সঁপে দিয়েছেন।

সোশ্যাল অ্যাকাউন্টে একটা পোস্ট দিয়ে মা হওয়ার আনন্দ ভাগ করে নিয়েছেন অমৃতা। তিনি আর অনমোল তাঁদের সম্পর্কের একাদশতম বর্ষ পালন করবেন এই বছরে সেটাও বলেছেন। আর তার সঙ্গেই অমৃতার আবেদন ছেলের নাম বেছে দেওয়ার জন্য।