দু’দিন আগেই কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছিল, করোনা সংক্রমণ নেই এমন পরিযায়ী শ্রমিক, পড়ুয়া, তীর্থযাত্রী ও পর্যটক যাঁরা বিভিন্ন রাজ্যে আটকে রয়েছেন তাঁদের নিজেদের রাজ্যে ফেরাতে বিশেষ ট্রেনের বন্দোবস্ত করা হবে। শুক্রবার থেকে দেশব্যাপী লকডাউনের মধ্যেই শুরু হল সেই ট্রেনের যাতায়াত। এদিন ভোর সাড়ে চারটের সময় তেলেঙ্গানা থেকে ঝাড়খণ্ডের দিকে রওয়ানা দিল প্রথম ট্রেনটি। লিঙ্গম পল্লি থেকে ঝাড়খণ্ডের হাতিয়া জেলা পর্যন্ত যাবে ট্রেনটি। ট্রেনে যাত্রী ছিল ১,২০০ জন। ২৪ কোচের ট্রেনটির প্রতি কম্পার্টমেন্টে যেখানে যাত্রী ধরে ৭২ জন, সেখানে ৫৪ জনের বেশি বসতে দেওয়া হবে না। সকলকেই সামাজিক দূরত্ব বজায় রেখে বসতে হবে।
শুক্রবার থেকে শুরু হল পরিযায়ীদের জন্য বিশেষ ট্রেনের যাতায়াত।
