কোচবিহার:-শীতলখুচি কান্ডের রেশ , বুধবার কোচবিহার জেলায় এলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।চতুর্থ পর্বের কোচবিহার জেলার ভোট পর্ব সমাপ্ত হলেও ঘটনাবহুল এই ভোটের অন্যতম ক্ষত, গুলি কান্ড। দুটি পৃথক ঘটনায় মৃত্যু হয় পাচ জনের। জেলার শীতলখুচি বিধানসভায় এলাকার এই ঘটনায় এখন সর্বভারতীয় রাজনৈতিক ইস্যু।আর এই ইস্যুকে সামনে রেখে চড়ছে রাজনৈতিক পারোদ। এই অবস্থায় কোচবিহার জেলার মাথাভাঙা এলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গুলি কাণ্ডে নিহত পরিবারের সাথে কথা বলেন ।এদিন শ্রদ্ধা জানান মৃতদের উদ্দেশ্যে ।ভোটের দিন রাজনৈতিক হিংসা মৃত্যু হয় আনন্দ বর্মন নামে এক যুবকের। পৃথক ঘটনায় মৃত্যু হয় চারজনের। অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গুলিতে মৃত্যু হয় ঐ চার যুবকের । এদিন পাঁচটি পরিবারের সাথে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোলে তুলে নেন নিহত যুবকের দুধ শিশুকে। আনন্দ বর্মনের মা-বাবা ভাই না এলেও তার দাদু ও মামা উপস্থিত ছিলেন এদিনের সভা মঞ্চে।