শীতবস্ত্র বিতরণ করলেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা

চাবাগানের দুঃস্থ শ্রমিকদের শীতবস্ত্র দান করলেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। জানা গেছে শনিবার প্রভাত রিতু সেবা সদন স্বেচ্ছাসেবী সংস্থা‌র পক্ষ থেকে চা-বাগানের শ্রমিক ও শিশুদের মধ্যে কম্বল, শীতবস্ত্র, মাস্ক ও স‍্যানিটাইজার বিতরণ করা হয়।

জলপাইগুড়ি‌ সদর ব্লকের ডেংগুয়াঝার চা বাগানের হান্টুপাড়া শ্রমিক লাইনে বাসিন্দা‌দের মধ্যে মোট আড়াইশো কম্বল ও বস্ত্র বিতরণ করে ওই এনজিও সংস্থাটি।এক‌ইসাথে তুলে দেওয়া হয় মাস্ক ও স‍্যানিটাইজার। বাগানের বাসিন্দারা‌ও যাতে যোগব‍্যায়াম ও প্রাণায়ামের মাধ্যমে সুস্থ সবল থাকতে পারে তা নিয়ে‌ও এদিন সকলের মধ্যে সচেতনতা প্রচার করে‌ন তারা। প্রভাত রিতু সেবা সদন স্বেচ্ছাসেবী সংস্থা‌র পক্ষ থেকে প্রভাতচন্দ্র সরকার বলেন, চা-বাগানের বাসিন্দা‌দের সুস্বাস্থ্যের কথা ভেবেই এই সচেতনতা প্রচার করছেন তারা।