শীতপ্রেমীদের সুখবর দিল আবহবিদরা

এ সপ্তাহের শেষেই জাঁকিয়ে শীত পড়বে বঙ্গে। এখনও সে ভাবে শীতের দেখা নেই শহরে। তবে আশার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী শুক্রবার থেকে গোটা রাজ্যের তাপমাত্রা কমবে। জাঁকিয়ে শীতের আমেজ উপভোগ করবে রাজ্যবাসী। শনি ও রবিবার কলকাতায় কড়া ঠান্ডা পড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। একধাক্কায় পারদ নামতে পারে চার ডিগ্রী পর্যন্ত। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক।