শিশু নিগ্রহ ও গার্হস্থ্য হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ সুরেষ রায়নার।

লকডাউনের সময়ে ক্রিকেট তারকা সুরেশ রায়নাকে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকতে দেখা গিয়েছে। তাঁর টুইটে তিনি বারবার দেশের সকলকে সরকার কর্তৃক জারি করা গাইডলাইন মেনে চলতে অনুরোধ করেছেন। সাম্প্রতিক টুইটে রায়না শিশু নিগ্রহ ও গার্হস্থ্য হিংসার কথা তুলে ধরেছেন। লকডাউনের সময়ে সারা বিশ্বেই এগুলির পরিমাণ বেড়ে গিয়েছে। টুইটে সুরেশ রায়না লেখেন, ‘‘লকডাউন আমাদের নানা ভাবে আমাদের পরিবারকে ভালবাসতে ও পরিবারের সকলের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে থাকতে শিখিয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে শিশু নিগ্রহ ও গার্হস্থ্য হিংসার ঘটনা সারা বিশ্বে বেড়ে চলার কথা পড়াটা অস্বস্তিদায়ক। যাঁরা হিংসার শিকার হচ্ছেন, তাঁদের কাছে আমার আর্জি, আপনারা সাহায্যের জন্য আবেদন করুন। চুপ করে থাকবেন না।”