শিল্পীরাও সবাইকে সেই সচেতনতার বার্তাই দিচ্ছেন।

ব্যস্ত তারকারাও ভাবতে পারেননি এমন এক অখণ্ড অবসর তাদের জীবনে কোনোদিন আসবে। আর সেই তারকার নাম যদি হয় জেমস তবে তো কথাই নেই। এ বছর এপ্রিল থেকে ইউরোপ আমেরিকাসহ সারাবিশ্বের প্রায় ২২টি দেশে টানা ৭ মাসের একটা কনসার্ট ট্যুর ছিল তার। সে কারণে নিজের ঘর, স্টুডিও ফটোগ্রাফি মিস করবেন এমনটাই ভাবছিলেন জেমস। কিন্তু করোনা ভাইরাসের এই শঙ্কিত সময়ে সবার জনপ্রিয় রকস্টারেরও শিডিউল বাতিল করতে হয়েছে। পৃথিবী তার নিষ্ঠুর সময়কে অতিক্রম করছে।

এ প্রসঙ্গে জেমস বলেন, ‘এখন সবচেয়ে বড় দায়িত্বই তো ঘরে থাকা। তাই ঘরে থাকছি। আর এমনিতেও সবাই জানে আমি কনসার্টের বাইরে অন্য সময় একেবারেই বের হই না। নিজের ফটোগ্রাফি, এডিটিংয়ের কাজ আর গিটার। এই নিয়েই স্বাচ্ছন্দ্য জীবন আমার।