শিলিগুড়ি ১৫ নম্বর ওর্য়াডের টিএস ক্লাবের সামনে থেকে কর্মীদের নিয়ে ভোট প্রচারে বের হন অশোক ভট্টাচার্য

নন্দীগ্রামের নির্বাচনে বাম-কংগ্রেসের সংযুক্ত মোর্চার সমর্থিত প্রার্থী যুব নেত্রী মীনাক্ষী মুখার্জির লড়াকু ইনিংস দেখে অভিভুত, আজকের যুব সমাজ মীনাক্ষী কে দেখে শিখবে লড়াই কিভাবে করতে হয়। শিলিগুড়ি র অশোক ভট্টাচার্য এবারেও বাম-কংগ্রেস সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম এর শিলিগুড়ি বিধানসভার প্রার্থী।আজ ১৫ নম্বর ওর্য়াডের টিএস ক্লাবের সামনে থেকে ওর্য়াডের মহিলাকর্মী ও পুরুষ কর্মীদের নিয়ে ভোট প্রচারে বের হন।মিছিলে বামকর্মীদের পাশাপাশি কংগ্রেস কর্মীদের মিছিলে হাঁটতে দেখা যায়।প্রবীণ কংগ্রেস নেতা সুবীন ভৌমিক, অলকেশ চক্রবর্তী ছাড়াও বামদের হয়ে মিন্টু রাহা ও অন‍্যদের মিছিলে দেখা যায়।মিছিলে হাঁটার আগে এক সাক্ষাৎকারে অশোক ভট্টাচার্য বলেন গতকাল নির্বাচনের পর কমিশনকে আরো কঠিন পদক্ষেপ নিতে হবে। এছাড়া মীনাক্ষী সমন্ধে তিনি জানান , আমার এই মুহূর্তে সৌমিত্র চট্টোপাধ্যায়ের “কোণি” সিনেমার সেই লাইনটা মনে পরছে “ফাইট কোণি ফাইট” ।আজকের যুব সমাজকে দেখে শিখতে হবে যে কিভাবে অধিকার ছিনিয়ে নিতে হয়।মীনাক্ষী এক দৃষ্টান্ত রেখে গেল গতকাল নন্দীগ্রামের নির্বাচনে ।