শিলিগুড়ি পুলিশের অভিযানে ১২টি ফোন সহ ধৃত দুই

শহরে পরপর মোবাইল চুরির ঘটনার কিনারা করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এনজেপি সংলগ্ন তিনবাত্তি এলাকা থেকে দুই যুবককে গ্রেপ্তার করেছে । শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ তদন্তে নেমে জানতে পারে একশ্রেণীর নেশাক্ত যুবকেরা এই মোবাইল চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে। এরপর নিউ জলপাইগুড়ি থানার পুলিশ তাদের বিভিন্ন সূত্র কে কাজে লাগিয়ে এই মোবাইল চুরি ও ছিনতাইয়ের ঘটনায় যুক্ত দের চিহ্নিতকরণের কাজ শুরু করে । অবশেষে মিলল সাফল্য ।

পুলিশ জানিয়েছে ওই ধৃত দুই জনের কাছ থেকে ১২ টি এন্ড্রয়েড স্মার্ট ফোনও উদ্ধার করা হয়েছে ।ধৃতদের নাম মোহাম্মদ কুরবান ও পবন কুমার সিংহ ।অভিযুক্তরা শিলিগুড়ি শহর এবং পার্শ্ববর্তী এলাকায় চুরি এবং ছিনতাই এর সাথে দীর্ঘদিন ধরেই যুক্ত ছিল বলে জানতে পেরেছে পুলিশ।ধৃতদের বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।এই চক্রের আর কারা জড়িয়ে রয়েছে তাদের কাছে পৌঁছতে তদন্ত চালাচ্ছে পুলিশ।