শিলিগুড়ি ঘোঘোমালীতে স্বামীর বাড়ির সামনে ধর্ণায় স্ত্রী । অভিযোগ স্ত্রী এবং শিশু সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় নির্যাতিতার স্বামী । এহেন অবস্থায় ন্যায্য অধিকারের দাবিতে স্বামীর বাড়ির সামনে ধর্ণায় বসে স্ত্রী । নির্যাতিতার অভিযোগ তার তার স্বামী তাকে বাড়িতে ঢুকতে দিচ্ছেন না, শিশু সন্তানেরও ভরণপোষণ নিচ্ছে না । এরকম অসহায় অবস্থায় পড়ে অবশেষে ন্যায়ের দাবিতে স্বামীর বাড়ির সামনে রাত পর্যন্ত ধর্ণায় বসে থাকলেন স্ত্রী ও দশ মাসের শিশু সন্তান ।
ওই নির্যাতিতা মহিলার অভিযোগ স্বামী পুলিশ কর্মী হওয়ায় তাকে গ্রেপ্তার করছে না প্রশাসন । পুলিশকে বার বার অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি বলে জানিয়েছে নির্যাতিতার পরিবার । পরিবারের অভিযোগ, নির্যাতিতার স্বামীর একাধিক নারী সঙ্গ রয়েছে । নিজের স্ত্রী ও সন্তানকে প্রাণে মেরে ফেলারও বেশ কয়েকবার চেষ্টা করেছে বলে এমনটাই অভিযোগ পাওয়া গিয়েছে । এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । চাপে পড়ে পুলিশ ঘটনা স্থলে এসে নির্যাতিতার পাশে দাঁড়িয়েছে । তবে যুবকটি কলকাতা থেকে আগাম জামিন নিয়ে আসায় তাকে গ্রেপ্তার করা যায়নি বলে জানা গেছে ।