শিলিগুড়িতে র‍্যাপিড টেস্টের সিদ্ধান্ত স্বাস্থ্য দপ্তরের

  দার্জিলিংয়ে করোনার গ্রাফ ক্রমশ উর্ধমুখী । শহর শিলিগুড়ি এবং শহর সংলগ্ন তিনটি ব্লকেও যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তাতে র‍্যাপিড টেস্টের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দপ্তর । মারণ ভাইরাসের মোকাবিলা করতে জেলাজুড়ে শুরু হবে র‍্যাপিড টেস্ট । ইতিমধ্যেই নকশালবাড়ি ব্লকে শুরু হয়েছে র‍্যাপিড কোভিড টেস্ট।

মহকুমার অন্য তিনটে ব্লক মাটিগাড়া, খড়িবাড়ি এবং ফাঁসিদেওয়াতেও শুরু হবে র‍্যাপিড টেস্ট। পরবর্তীতে শিলিগুড়িতেও র‍্যাপিড টেস্ট হবে। ধীরে ধীরে পাহাড়ের ৪ পুরসভা এবং ৮টি ব্লকেও র‍্যাপিড টেস্ট চালু হবে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে। র‍্যাপিড টেস্টের ফলে আক্রান্তদের সহজেই চিহ্নিত করা যাবে, আক্রান্তরা চিকিৎসার সুযোগ পাবেন, এমনটাই দাবি স্বাস্থ্য দফতরের কর্তাদের। লালারসের নমুনা পরীক্ষা কম হওয়ায় আক্রান্তরা চিহ্নিত হচ্ছেন না,  বিরোধীরা বার বার র‍্যাপিড টেস্টের দাবি জানিয়ে আসছে, সেইমতো জেলার পাহাড় ও সমতলে শুরু হচ্ছে র‍্যাপিড টেস্ট করা হবে।