শিলিগুড়িতে পৌনে তিন কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে শিক্ষাভবন

শিক্ষাভবনের সমস্ত দপ্তর গুলির কাজকর্মকে একই ছাতার তলায় আনতে পদক্ষেপ গ্রহণ করল শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদ । এদিন সাংবাদিক সম্মেলন করে শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান সুপ্রকাশ রায় জানান, শিলিগুড়ির ওয়াইএমএ মাঠে এই শিক্ষাভবন তৈরি হচ্ছে। এরজন্য শিক্ষাদপ্তর অনুমতি দিয়েছে। প্রকল্পের জন্য ২ কোটি ৭৭ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে ।

সূত্রের খবর ২০০৬ সালে শিলিগুড়িতে শিক্ষাভবনের জন্য শিল্যান্যাস হলেও ভবন তৈরি হয়নি। দীর্ঘ পনের বছর পর এই ভবন তৈরি হচ্ছে শিলিগুড়িতে।এজন্য শিলিগুড়ির একটি বন্ধ হয়ে যাওয়া সরকারি প্রাথমিক স্কুলের জমি চিহ্নিতকরণ করা হয়েছে। সুপ্রকাশ বাবু জানিয়েছেন দীর্ঘদিন ধরে ওই স্কুল ছাত্রাভাবে বন্ধ রয়েছে। সরকারের শিক্ষাদপ্তর সেই স্কুলের জমিকে কাজে লাগাতে চায়। চেয়ারম্যান জানান , জেলার শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত সমস্ত বিভাগগুলির সঙ্গে সামঞ্জস্য আনতে এবং জেলার শিক্ষাব্যবস্থাকে উন্নত করতেই এই পদক্ষেপ।