শিলিগুড়িতে ডাকাতির ছক বানচাল, ধৃত ৫

রাজ্যে নৈশ কার্ফুকে কাজে লাগিয়ে ডাকাতির ছক কষেছিল একদল দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে ৫ জন দুষ্কৃতীকে গ্রেফতার করে। ধৃতরা হল রবি বর্মন, এম ডি কালাম, এম ডি জাকির, এম ডি বাপ্পা এবং প্রদীপ দাস ওরফে পল্টু। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের মধ্যে রবি বর্মন কোচবিহারের বাসিন্দা এবং বাকিরা শিলিগুড়ির। ধৃতদের হেফাজত থেকে বেশকিছু ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের জেরা করে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে তারা শিলিগুড়ির মিলন পল্লী এলাকাতে বড় ধরনের ডাকাতির ছক কষেছিল। ধৃতদের শনিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। জানা গেছে পুলিশ ধৃতদের রিমান্ডে নিয়ে জানার চেষ্টা করবে এই চক্রের বড় কোন মাথা রয়েছে কিনা।