শিলিগুড়িতে আবার ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ, মৃত্যু ৪

কয়েকদিনের পর শিলিগুড়িতে আবার ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ । শিলিগুড়ি কর্পোরেশন এবং শিলিগুড়ি শহরতলিতে করোনা সংক্রমণ বেড়েই চলেছে ।কয়েকদিন সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও গতকালের রিপোর্ট আবার উদ্বেগজনক ।শুক্রবার শিলিগুড়িতে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে মোট ৮০ জন । দার্জিলিং জেলাভূক্ত শিলিগুড়ি পুর এলাকার ৩৩ টি ওয়ার্ডে এদিন সংক্রামিত হয়েছেন ৪৬ জন । শিলিগুড়ি পুর নিগমের সংযোজিত এলাকার ১৪ টি ওয়ার্ডে করোনায় সংক্রামিত হয়েছেন মোট ৩৪ জন । এর মধ্যে ২ নম্বর ওয়ার্ডেই নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ জন । আক্রান্তদের সিংহভাগই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কর্মী ।

Nurse wearing respirator mask holding a positive blood test result for the new rapidly spreading Coronavirus, originating in Wuhan, China

এছাড়া শিলিগুড়ি মহকুমার নক্সালবাড়ি ব্লকে ১৩, মাটিগাড়া ব্লকে ৩৪, খড়িবাড়ি ব্লকে ২জনের শরীরে করোনার সংক্রমনের খবর মিলেছে ।এদিন করোনায় আক্রান্ত হয়ে শিলিগুড়িতে মৃত্যু হয়েছে মোট ৪ জনের।