শিলিগুড়ি শহরে ব্যর্থতার মুখ দেখলো ‘আমরা বাঙালি’র’ ডাকা ১২ঘন্টার ধর্মঘট

আমরা বাঙালি’র তরফ থেকে দার্জিলিং জেলায় গোর্খাল্যান্ডের বিরোধি ১২ ঘণ্টা ধর্মঘট করার উদ্দ্যেগ নেওয়া হয়েছিল কাল। তবে, গোর্খাল্যান্ডের বিরোধিতায় ‘আমরা বাঙালি’র তরফে দার্জিলিং জেলায় ডাকা ১২ ঘণ্টা ধর্মঘটের কোনও প্রভাব পড়ল না শহর শিলিগুড়িতে।
আজ পথে নেমে গোর্খাল্যান্ডের বিরোধিতায় বিক্ষোভ দেখায় সংগঠনের সদস্যরা এবং সংগঠনের তরফে আজ দার্জিলিং জেলায় ধর্মঘটের ডাকও দেওয়া হয়েছিল।তবে তার কোনও প্রভাব পড়েনি শহরে।অন্যান্যদিনের মতোই আজও স্বাভাবিক ছিল শহরের জনজীবন।খোলা ছিল শহরের সমস্ত দোকানপাট , এই দিন স্বাভাবিক ভাবেই মানুষ জন কে রাস্তায় বেরতে দেখা যায় । উল্লেখ্য যে এর পাশাপাশি সকাল থেকেই রাস্তায় বেসরকারি-সরকারি সমস্ত যানবাহনও চলাচল করছে।