শিলিগুড়ি শহরে যানজটের সমস্যা নিত্যনৈমিত্তিক । উত্তরবঙ্গের অঘোষিত রাজধানী যেভাবে ব্যবসায়িক এবং সেইসঙ্গে অন্যান্য কারণে বৃদ্ধি পাচ্ছে সেই তুলনায় রাস্তাঘাট বাড়েনি। শিলিগুড়ির দীর্ঘদিনের বিধায়ক তথা প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্যও এই সমস্যার সমাধান করতে পারেনি। শিলিগুড়ি শহরে যানজট সমস্যা মেটাতে উদ্যোগী বর্তমান সরকার। তাই শিলিগুড়ির যানজট মোকাবেলায় বিকল্প রাস্তা তৈরি করা হচ্ছে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে।
শিলিগুড়ি চাঁদমনির কাছে প্রায় 2 কোটি টাকা ব্যয় একটি রাস্তা তৈরি করা হচ্ছে। যে রাস্তাটি শিলিগুড়ি মাটিগাড়া থেকে ওল্ড মাটিগাড়া রোড যুক্ত হবে। তবে এই রাস্তা তৈরির ক্ষেত্রে স্থানীয় জমিদাতাদের সাথে আজ কথা বলে সমস্যা মেটাতে চামটা এলাকায় যান SJDA-এর ভাইস চেয়ারম্যান নান্টু পাল এছাড়া উপস্থিত ছিলেন sjda এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক প্রিয়াঙ্কা সিংলা। এদিন তারা পৌঁছে রাস্তা তৈরির কাজ কর্ম খতিয়ে দেখার পাশাপাশি কথা বলেন ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের সাথে একইসাথে জাতীয় সমস্যা মিটানো যায় সে ব্যাপারে কথা বলেন স্থানীয় দের সাথে। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভাইস-চেয়ারম্যান নান্টু পাল বলেন, এই রাস্তাটি তৈরি হলে শিলিগুড়ি শহরের যানজট অনেকটাই কম হবে। তাই আজ রাস্তা তৈরির জন্য জমিদাতাদের সাথে কথা বলে সমস্যা মেটানো হয়।