শিলিগুড়ি: টক টু মেয়রে ফোন করে অভিযোগ জানানোই কাল হল শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার এক মহিলার। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন অভিযোগকারী লক্ষ্মী সরকার।
শিলিগুড়ি পুরনিগমে প্রশাসকমন্ডলীর চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর ওয়ার্ড বাসীদের সুবিধা অসুবিধার বিষয় জানতে “টক টু চেয়ারম্যান” চালু করেছিলেননগৌতম দেব। পরবর্তীতে শিলিগুড়ি পুরনিগম নির্বাচনে জয়ী হয়ে মেয়র হিসেবে দায়িত্ত্ব পাওয়ার পর “টক টু মেয়র” চালু করেন গৌতম দেব। সেই টক টু মেয়রে অভিযোগ জানানোর পর পুরনিগমের এক ইঞ্জিনিয়ারের ক্ষোভের মুখে পড়লেন শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার বাসিন্দা লক্ষ্মী সরকার। তার অভিযোগ টক টু মেয়রে তিনি মেয়রকে ফোন করে তার বাড়ির পাশের অবৈধ নির্মাণ কাজের বিষয়ে জানিয়ে সমস্যার সমাধান চান। এরপরই তাকে ওই ইঞ্জিনিয়ারের ক্ষোভের মুখে পড়তে হয়। এমনকি তার আরও অভিযোগ শিলিগুড়ি পুরনিগমে কর্মরত অভিযুক্ত ইঞ্জিনিয়ার তাকে হুমকি ও বিভিন্ন ভাবে হেনস্তা করছে। এমন অভিযোগ জানিয়ে শনিবার শিলিগুড়ি পুরনিগমে মেয়রের সাথে দেখা করতে আসেন মহিলা। তবে মেয়র কাজে ব্যাস্ত থাকায় তার সাথে দেখা হয়নি বলে জানান তিনি। মহিলার চান অবিলম্বে বাড়ির পাশের অবৈধ নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। পাশাপাশি অভিযুক্ত ইঞ্জিনিয়ারের বিরুদ্ধেও যেন পুরপ্রশাসন উপযুক্ত ব্যবস্থ গ্রহন করে।