শিলিগুড়িতে ভ্যাকসিন নিয়ে চরম উত্তেজনা

শহরের ২৪ নম্বর ওয়ার্ডের জগদীশচন্দ্র বিদ্যাপীঠ সকাল থেকে চলছিল টিকাকরণ।  স্থানীয়দের অভিযোগ হটাৎ কিছু বহিরাগত লোক এসে উত্তেজনা সৃষ্টি করে।  অপরাধ দিকে অভিযোগ একি ওয়ার্ডে টিকাকরনের প্রক্রিয়ার চললেও টিকা মিলচ্ছে পাড়ার লোকেদের। এরপর টিকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে কিছু মানুষ ফুলেশ্বরীতে অবরোধ করে রাস্তায় বসে পড়ে, টিকার দাবিতে।  বিক্ষোভের খবর পয়ে শিলিগুড়ি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। অপরদিকে তক্ষণে টিকাকরণ কেন্দ্র চরম উত্তেজনা সৃষ্টি হয়।  পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দেখে প্রাথমিক ভাবে কিছুক্ষেণের জন্য বন্ধ রাখা হয় টিকা দান প্রক্রিয়া। পরিস্থিতি এমনি উতপ্ত হয়ে ওঠতে শুরু করে যে চরম বাকবিতন্ডা পরিস্থিতি  উপ্তত হলে নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে পৌঁছ শিলিগুড়ি থানার পুলিশ। তৃণমূল নেতার অভিযোগ শিলিগুড়ির বিধায়কের মততে এই পরিস্থিতি। তৃণমূল পক্ষ থেকে বিকাশ সরকার অভিযোগ করে জানন কেন্দ্র যেখানে ভ্যাক্সিনেশন দিতে ব্যর্থ সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে টিকাকরণ চলচ্ছে তাকে পন্ড করতে বিধায়করে নেতৃত্বে বাম ছেরে রাম যোগ দেওয়া সদস্যরা অশান্তি তৈরী করচ্ছে। তবে সব অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের দিকে পাল্টা অভিযোগ করেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। তবে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ আসলে শুরু হয় টিকাকরণ কর্মসূচী।